বাজিস-৯ : হবিগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

529

বাজিস-৯
হবিগঞ্জ- ধান-চাল সংগ্রহ
হবিগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ শুরু
হবিগঞ্জ, ১৪ মে ২০১৯ (বাসস) : জেলায় আজ থেকে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এবছর ১৯ হাজার মেট্রিক টন চাল এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কর্মসূচি চলবে।
আজ মঙ্গলবার হবিগঞ্জ শহরের গরুরবাজার এলাকার খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম জানান, জেলার ১০টি খাদ্য গুদামে ১৫ হাজার ৬৩১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩৬ টাকা কেজি দরে ৯ হাজার ৬৩০ মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৬ হাজার ১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়াও ২৬ টাকা কেজি দরে ৩ হাজার ৬৫৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
বাসস/সবংবাদদাতা/২১১০/এমকে