হাওর অঞ্চলের উন্নয়নে ৫শ’ কোটি টাকার বিশেষ উন্নয়ন পরিকল্পনা : এম এ মান্নান

602

সুনামগঞ্জ, ১১মে, ২০১৯ (বাসস) : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওর অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার ৫শ’ কোটি টাকার বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, হাওর অঞ্চলের শিক্ষা, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য এ টাকা ব্যয় করা হবে।
পরিকল্পনামন্ত্রী আজ শনিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে এফআইভিডিবি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ উপজেলার ১৪৭টি গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, সুনামগঞ্জে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে।
এ ব্যাপারে অফিসিয়াল কাজ প্রয় শেষ পর্যায়ে এ কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী দু’এক বছরের মধ্যে এটির বাস্তবায়ন কাজ শুরু হবে। এছাড়াও ১ হাজার ১ শ’ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণের কাজ চলছে।
মন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-বাসস্থান-বিদ্যুৎসহ প্রয়োজনীয় অন্যন্য ক্ষেত্রে সমান তালে কাজ করে যাচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে, অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ প্রমুখ বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইনের কাজও ২-১ বছরের মধ্যে শুরু হবে। এছাড়াও সুনামগঞ্জ-নেত্রকোণা রেল লাইন নির্মাণ করার পরিকল্পনাও করা হয়েছে।
এর আগে এম এ মান্নান শনিবার সকাল সাড়ে ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের গৃহহীন রবীন্দ্র বিশ্বাসের নির্মিত ঘর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন।
এছাড়াও তিনি নব-নির্মিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনেরও উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করে।