বাজিস-৯ : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

715

বাজিস-৯
গোপালগঞ্জ-দুর্ঘটনা-মৃত্যু
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী ও পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জ, ৮ মে ২০১৯ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় ইঞ্জিনচালিত নসিমন উল্টে রাশিদা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। অন্যদিকে, একই উপজেলার নৈয়ারবাড়ি গ্রামে পানিতে ডুবে চন্দন ঘরামী (১২) নামে এক শিশু মারা গেছে।
আজ বুধবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার বেলা ১টায় কোটালীপাড়ার কুরপালা নামক স্থানে ইঞ্জিনচালিত নসিমন উল্টে রাশিদা বেগম নামে এক নারী নিহত হন। তার বাড়ি কোটালীপাড়া উপজেলার বলুহার গ্রামে। তিনি ওই গ্রামের ফয়জুজ্জামানের স্ত্রী।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বরইভিটা থেকে উপজেলা সদরে আসার পথে কুরপালা নামক স্থানে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফলে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, এ দুর্ঘটনায় অপর চারযাত্রী আহত হয়েছেন। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এদিকে, আজ বুধবার দুপুর দেড়টার দিকে কোটালীপাড়ার নৈয়ারবাড়ি গ্রামে পানিতে ডুবে চন্দন ঘরামী নামে এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের সঞ্জিত ঘরামীর ছেলে।
পরিবারের লোকজন জানায়, পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাসস/সংবাদদাতা/২১০৫/-এমকে