বাসস ক্রীড়া-৪ : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টাইটেল স্পন্সর ওয়ালটন

188

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-বাংলাদেশ দল
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টাইটেল স্পন্সর ওয়ালটন
ঢাকা, ১ মে, ২০১৯ (বাসস) : আগামী ৭ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে অন্য দু’টি দল হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ত্রিদেশীয় ওই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন।
বুধবার ওয়ালটন এবং টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের স্বত্ত্বাধিকারী মইনুল হক চৌধুরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রদর্শন করা হয় সিরিজের ট্রফি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের মানবসম্পদ উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান এবং পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম।
বাসস/এএমটি/১৬৪৫/স্বব