বাসস ক্রীড়া-২ ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশ ছাড়লো বাংলাদেশ দল

155

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-বাংলাদেশ দল
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশ ছাড়লো বাংলাদেশ দল
ঢাকা, ১ মে, ২০১৯ (বাসস) : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে আজ সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজসহ ত্রিদেশীয় সিরিজ শেষে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। তাই আজ সকাল সাড়ে ১০টায় আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ।
সাকিব আল হাসান বাদে দলের সকলেই আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সপরিবারে রাতে আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব।
৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিন লড়বে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৭ মে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। মূল লড়াইয়ে নামার আগে ৫ মে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্ততি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৭ মে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপে অংশ নিবে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে এবং ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। দু’টি ম্যাচই হবে কার্ডিফে।
৩০ মে থেকে শুরু বিশ্বকাপের দ্বাদশ আসর। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাইম হাসান, ইয়াসির আলি চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহি।
বাসস/এএমটি/১৬১০/স্বব