ব্রাজিল দূতাবাসে আশ্রয় চেয়েছে ভেনিজুয়েলার ২৫ সেনা

290

ব্রাসিলিয়া, ১ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : ভেনিজুয়েলার কমপক্ষে ২৫ সৈন্য কারাকাসে ব্রাজিলের দূতাবাসে আশ্রয় চেয়েছে।
ব্রাজিলের সিনিয়র এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানান।
এদিকে ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদোর সঙ্গে সৈন্যরা যোগ দিয়েছে বলে তিনি দাবি করেছেন। খবর এএফপি’র।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মুখপাত্র জানান, দূতাবাসে আশ্রয় চেয়ে যারা আবেদন করেছে তাদের মধ্যে সেনা সদস্য ও লেফটেন্যান্ট রয়েছে।
গুয়াইদো ভেনিজুয়েলার ‘স্বৈরশাসকের কৃতদাসদের’ প্রতি তার সমর্থনের কথা ব্যক্ত করার পর রাজনৈতিক আশ্রয়ের জন্য এসব আবেদন করা হয়।
গুয়াইদো মাদুরোকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেন। তিনি প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে নিজেকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
একের পর এক দেয়া টুইটার বার্তায় বোলসোনারো বলেন, ‘ব্রাজিল ভেনিজুয়েলার জনগণ, প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো ও ভেনিজুয়েলার নাগরিকদের মুক্তির পক্ষে রয়েছে।’
‘প্রকৃত গণতন্ত্র চূড়ান্তভাবে রক্ষায় বন্ধুপ্রতিম এই দেশের প্রতি আমাদের সমর্থন রয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী আনেস্তো আরাইজো ভেনিজুয়েলার ‘গণতান্ত্রিক পরিবর্তনে’ ব্রাজিলের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং তিনি আশা করেন যে ভেনিজুয়েলার সামরিক বাহিনী এই প্রক্রিয়ার অংশ হবে।
ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ৫০টির বেশি দেশ গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশের মধ্যে ব্রাজিলও রয়েছে।