বাসস বিদেশ-২ : যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় নিহত ২

345

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-অপরাধ
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় নিহত ২
শার্লট, ১ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার শার্লট ক্যাম্পাসে মঙ্গলবার এক বন্দুক হামলায় দু’জন নিহত ও অন্তত চারজন আহত হয়েছে। খবর এএফপি’র।
বিশ্ববিদ্যালয়ের জরুরি ব্যবস্থাপনা দপ্তর টুইটারে দেয়া এক বার্তায় জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে ক্যাম্পাসে এই বন্দুক হামলা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাসের শেষ দিনে হামলাটি চালানো হল।
এতে আরো বলা হয়, ‘পালাও, লুকাও, লড়াই কর। অবিলম্বে নিজেকে রক্ষা কর।’
স্থানীয় জরুরি সেবা সংস্থা জানায়, এই ঘটনায় দু’জন নিহত এবং অপর দু’জন মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও এ হামলার ঘটনায় আরো দু’জন সামান্য আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
পুলিশ বন্দুক হামলার ঘটনা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, হামলাকারীর নাম এনবিসি শার্লোট। তার বয়স ২২ বছর। সে এই ক্যাম্পাসের ইতিহাসের ছাত্র। তাকে আটক করা হয়েছে।
ফক্স টেলিভেশনের স্থানীয় শাখা কেন্দ্র জানায়, নিহত দুই তরুণের বয়স ১৭ ও ১৮ বছর।
বাসস/কেএআর/১১২০/এমএজেড