নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে : রওশন

1056

সংসদ ভবন, ৩০ এপ্রিল ২০১৯ (বাসস) : জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা রোধ ও ধর্ষণের ঘটনার মামলার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে যৌন হয়রানি এবং পরে গায়ে কেরসিন ঢেলে বর্বরভাবে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারা দেশে সংঘটিত ধর্ষণের ঘটনা প্রতিরোধেও একই ধরনের ব্যবস্থা নিতে হবে।
তিনি শ্রীলংকায় গীর্জা ও হোটেলে বোমা হামলা এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলি করে হত্যার ঘটনাকে মানবতার বিরুদ্ধে হামলা বলে উল্লেখ করেন। তিনি এসব হামলার নিন্দা জানান।
তিনি বাংলাদেশে সন্ত্রাস প্রতিরোধে বর্তমান সরকারের সাফল্যের কথাও উল্লেখ করেন।
বেগম রওশন এরশাদ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় ও জনগণের জন্য ভেজালমুক্ত খাদ্য এবং বিশুদ্ধ পানীয় সরবরাহ নিশ্চিতের ব্যবস্থার গ্রহণের আহবান জানান।
তিনি সংসদে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করায় অভিনন্দন জানান।