ভেনিজুয়েলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

355

কারাকাস, ১৪ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : ভেনিজুয়েলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল রডরিগুয়েজ টোরেসকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।
দেশটির সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সশস্ত্র বাহিনীকে বিভক্ত করার ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, দেশের শান্তি-শৃংখলা ভঙ্গের কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তিনি আমাদের সশস্ত্র বাহিনীকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
সরকারের ভাষ্য হচ্ছে, রডরিগুয়েজ ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে ‘অপরাধমূলক কর্মকান্ডের’ পরিকল্পনায় জড়িত রয়েছেন।
আগামী ২০ মে ভেনিজুয়েলায় অনুষ্ঠেয় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তাকে গ্রেফতার করা হলো। আর্থিকসহ নানা সমস্যায় জর্জরিত দেশটির প্রধান বিরোধীদল এ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের গোয়েন্দা প্রধান ছিলেন।
ভেনিজুয়েলা ব্যাপক খাদ্য ও ওষুধ ঘাটতির মুখে পড়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের বিরুদ্ধে গত বছর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে অনেক লোক নিহত হয়।