বাসস দেশ-৩৭ : শ্রীলংকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাইজভান্ডারী দরবার শরিফের মানববন্ধন

363

বাসস দেশ-৩৭
শ্রীলংকা-সন্ত্রাসী হামলা-মাইজভান্ডারী
শ্রীলংকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাইজভান্ডারী দরবার শরিফের মানববন্ধন
ঢাকা, ২৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : ইসলামী সুফি আধ্যাত্মিক মতাদর্শের ধারক মাইজভান্ডারী দরবার শরিফ সাম্প্রতিক শ্রীলংকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং বৈশ্বিক সম্প্রদায়কে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে আজ রাজধানীতে এক মানববন্ধন করেছে।
সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী মানববন্ধনে বলেন, ‘ইসলাম ধর্মের নামে মানুষ হত্যা সমর্থন করে না এবং অন্য ধর্মের ওপর জঙ্গি হামলা সমর্থন করে না।’
তিনি বিশ্বব্যাপি জঙ্গিবাদ দমনে একসঙ্গে কার্যকর ব্যবস্থা নেয়ার এবং বৈশ্বিক সম্প্রদায়কে আন্তঃধর্ম সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন ধর্মের অনুসারিদের মঝেও এখন সন্ত্রাসী হামলা চালাতে দেখছি।
বর্তমানে সুফিবাদ ছড়িয়ে দেয়া অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘সম্প্রতি প্রতিটি হামলা সুফি সাধকদের আন্তঃধর্ম সম্প্রীতি ও শান্তি বজায় রেখে ধর্ম প্রচারের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।’
আহমেদ বলেন, ‘সুফি দর্শনের লক্ষ্য শান্তি, মানবতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা। তাই এর মাধ্যমেই জঙ্গিবাদের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কথা নিহিত।
মাইজভান্ডারির পক্ষ থেকে আঞ্জুমান-ই-রহমানিয়া মাইজভান্ডারীর পরিচালনায় বেশ কিছু সংখ্যক লোক এই মানববন্ধনে অংশ নেয়।
বাসস/অনু-জেজেড/২০৩১/এসই