বাজিস-১৫ : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

321

বাজিস-১৫
লক্ষ্মীপুর- দুর্ঘটনা-মৃত্যু
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
লক্ষ্মীপুর, ২৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার সদর উপজেলায় মালবাহী ট্রলি উল্টে মো. বাবু (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
আজ শনিবার সকালে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুরাদ হোসেন (৩৫) নামে আরো একজন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিহত মো. বাবু সদর উপজেলার রাধাপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। সে ট্রলি চালকের সহকারি হিসেবে কাজ করতো।
অন্যদিকে, আহত মুরাদ হোসেন কমলনগর উপজেলার বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রলিটির চালক।
দুর্ঘঠনার প্রত্যক্ষদর্শী নিজাম উদ্দিন জানান, নির্মাণ সামগ্রী বোঝাই ট্রলিটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা লেগে উল্টে যায়। ফলে ইটের দেয়ালটি ট্রলির ওপর ভেঙ্গে পড়ে। এসময় ইটের দেয়ালের নিচে চাপা পড়েন ট্রলির চালক মুরাদ ও তার সহকারি মো. বাবু। ঘটনাস্থলেই কিশোর বাবু মারা যায়
তিনি জানান, স্থানীয়রা বাবু ও মুরাদকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, দুর্ঘটনায় নিহত কিশোরের লাশ ময়নাতদন্ত শেষে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, আহত ট্রলি চালক চিকিৎসাধীন রয়েছেন।
বাসস/সংবাদদাতা/১৯৫৮/এমকে