বাসস দেশ-২৫ : লঞ্চ টিকেট অনিয়ম বন্ধের লক্ষ্যে সদরঘাটে দুদকের অভিযান

330

বাসস দেশ-২৫
দুদক-অভিযান
লঞ্চ টিকেট অনিয়ম বন্ধের লক্ষ্যে সদরঘাটে দুদকের অভিযান
ঢাকা, ১০ জুন, ২০১৮ (বাসস) : লঞ্চের টিকেটের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম আজ সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেছে।
আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে এবং লঞ্চের টিকেটের অনিয়ম ও দুর্নীতি বন্ধে দুদকের সহকারী পরিচালক মো. রাউফুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের পুলিশ ফোর্সসহ দুদকের ৭ সদস্যের এনফোর্সমেন্ট টিম আজ শনিবার আকস্মিকভাবে সদরঘাটে এ অভিযান পরিচালনা করে।
এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, নৌপথে দুর্নীতিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করতে এ অভিযান দুদকের দৈনন্দিন কার্যক্রমের একটি অংশ।
যাত্রীদের কাছ থেকে টিকেট অনিয়মের অভিযোগ দুদক কলসেন্টারে (১০৬) এ পাওয়ার পর এ অভিযান চালানো হয়।
এ অভিযানকে অত্যন্ত সময়োপযোগী বলে সদরঘাট টার্মিনালে কর্তব্যরত বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান। যাত্রীরাও এ অভিযানকে স্বাগত জানান। দুদক টিম পুরো টার্মিনাল এলাকা ঘুরে দেখেন এবং যাত্রীসাধারণসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
বাসস/সবি/এফএইচ/১৮৪০/-জেজেড