বাসস দেশ-৫ : রাঙ্গুনিয়ায় কাঠবোঝাই চাঁদের গাড়ি উল্টে নিহত ৫

169

বাসস দেশ-৫
দূর্ঘটনা-রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় কাঠবোঝাই চাঁদের গাড়ি উল্টে নিহত ৫
চট্টগ্রাম, ২৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি ইটভাটায় ঘুমন্ত শ্রমিকদের উপর চাঁদের গাড়ি (জিপ) উল্টে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার ভোরররাত সাড়ে ৪ টায় রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহতরা হলেন, মো. জাফর (৩৫), মো. নাজিম (২৫), আবদুল মান্নান (৩৫), আবদুল মোনাফ (৫০)।
সূত্র জানায়, দুর্ঘটনার সময় শ্রমিকদের আর্তচিৎকারে স্থানীয়রা এসে গুরুতর আহত শ্রমিক মো.ছিদ্দিক (৩২),মোনাফের ছেলে মো. বেজু (১৫), মো. রিয়াজ (১৬) ও ছোট নাজিমকে (১৮) চমেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে বেজু মারা যান।
নিহত ও আহত শ্রমিকদের গ্রামের বাড়ি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়,জিপটি রাঙ্গামাটি থেকে সংরক্ষিত বনের কাঠ ভর্তি করে রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার অন্য একটি ইটভাটায় যাচ্ছিল। গাবতল-মরিয়মনগর সড়কের পাশে হাছান কোম্পানীর ইটভাটার পাশে গেলে বেপরোয়া গতির জিপটি সড়কের পাশে শ্রমিকদের থাকার জন্য নির্মিত টিনসেড ঘরে ঢুকে পড়ে উল্টে যায়। এসময় শ্রমিক সেডে ঘুমন্তদের কয়েকজন ঘটনাস্থলেই মারা যায়।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন জানান, গুরুতর আহতদের আবস্থাও আশঙ্কাজনক।
শ্রমিকদের মাঝি নুরুল আলম জানান, এই শ্রমিকরা কয়েকমাস ধরে হাছান কোম্পানীর এসআরবি ইটভাটায় কাজ করছিল।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা এনি বড়ুয়া বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখান থেকে ৪ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, জিপটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
বাসস/জিই/এসকেবি/এসএস/১৪২০/এমএবি