বাসস সংসদ-৮ : সংসদে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল, ২০১৯ এর রিপোর্ট উপস্থাপন

559

বাসস সংসদ-৮
বিল-রিপোর্ট
সংসদে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল, ২০১৯ এর রিপোর্ট উপস্থাপন
সংসদ ভবন, ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল, ২০১৯ এর ওপর সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদে উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি রাশেদ খান মেনন রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
জাতীয় সমাজকল্যাণ পরিষদকে আইনী কাঠামোয় আনতে যুগোপযোগী বিধানের প্রস্তাব করে গত ১১ মার্চ
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বিলটি উত্থাপন করেন।
বিলের বিধানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করার প্রস্তাব করা হয়। ঢাকায় পরিষদের প্রধান কার্যালয় ও প্রয়োজনে দেশের যে কোনো স্থানে শাখা কার্যালয় স্থাপনের বিধানের প্রস্তাব করা হয়।
বিলে পরিষদের কার্যাবলী, পরিষদ পরিচালনা, সমাজকল্যণ মন্ত্রীকে সভাপতি করে ৮৪ সদস্যের পরিচালনা বোর্ড গঠন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান করে ১৯ সদস্যের নির্বাহী কমিটি গঠন, নির্বাহী কমিটির সভা, কমিটির দায়িত্ব ও কার্যাবলী, নির্বাহী সচিব নিয়োগ এবং তার দায়িত্ব ও কর্তব্য, কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, প্রতিবেদন পেশ, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
বিলে বিদ্যমান সমাজকল্যাণ রেজুলিউশন রহিত করার প্রস্তাব করা হয়।
বাসস/এমআর/২১৫৮/-অমি