বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : নসরুল হামিদ

409

সংসদ ভবন, ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের অবৈধ ব্যবহার ও অপচয় রোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমাজের কিছু অসাধু মানুষের অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের কারণে বিদ্যুতের অনেক অপচয় হচ্ছে। সরকার বিদ্যুতের অবৈধ ব্যবহার ও অপচয় রোধকল্পে নানামুখি কার্যক্রম গ্রহণ করেছে।’
প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার ও অপচয় রোধে মন্ত্রণালয় পাঁচটি পদক্ষেপ নিয়েছে। এগুলো হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে টাস্কির্ফোস গঠন ও ঝটিকা অভিযান, পোষ্ট পেইড মিটার পরিবর্তন করে ডিজিটাল ও প্রি-পেইড অথবা স্মাট মিটার স্থাপন, অপচয় রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যুৎ সপ্তাহ, বিদ্যুৎ মেলা, স্কাউট ক্যাম্প আয়োজন এবং বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা।
আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন মেয়াদে বিভিন্ন অনুসন্ধানের পর ৪টি নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কৃত হয়েছে। আবিস্কৃত এলাকাগুলো হচ্ছে, -শ্রীকাইল, সুন্দলপুর, রূপগঞ্জ ও ভোলা নর্থ।