বাসস দেশ-৪১ : সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে : গোলাম মোহাম্মদ কাদের

349

বাসস দেশ-৪১
গোলাম মোহাম্মদ কাদের-জায়ান দাফন
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে : গোলাম মোহাম্মদ কাদের
ঢাকা, ২৪ এপ্রিল ২০১৯ (বাসস) : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আজ বুধবার বিকেলে বনানী কবরস্থানে শহীদ জায়ানের দাফন শেষে গণমাধ্যমের সাথে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শহীদ জায়ানের অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে সকল দল-মত, জাতি, ধর্ম এবং রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
এ সময় গোলাম মোহাম্মদ কাদের শ্রীলংকায় বর্বরোচিত সিরিজ বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। কাপুরোষিত এ হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এর আগে বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে শহীদ জায়ানের নামাজে জানাযায় অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচি ও প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, আদেলুর রহমান এমপি, যুগ্মমহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, হাসিবুল ইসলাম জয় সহ জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
বাসস/সবি/এমএমবি/২১০৫/এইচএন