বাসস দেশ-২০ : শেখ সেলিমের বাসায় গিয়েছিল ১৪ দলের নেতৃবৃন্দ

560

বাসস দেশ-২০
১৪ দল-শেখ সেলিম
শেখ সেলিমের বাসায় গিয়েছিল ১৪ দলের নেতৃবৃন্দ
ঢাকা, ২২ এপ্রিল, ২০১৯ (বাসস) : শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসায় গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ।
আজ সোমবার সন্ধ্যায় ১৪ দলের নেতৃবৃন্দ শেখ সেলিমের গুলশানস্থ বাসায় যান এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রি পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল।
বাসস/বিকেডি/২০৫৫/-কেকে