বাসস দেশ-৪০ : বৈশাখী উৎসবের মাধ্যমে ফোসা বাংলা নববর্ষ উদযাপন করেছে

280

বাসস দেশ-৪০
ফোসা-বর্ষবরণ
বৈশাখী উৎসবের মাধ্যমে ফোসা বাংলা নববর্ষ উদযাপন করেছে
ঢাকা, ২১ এপ্রিল ২০১৯ (বাসস) : রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশীয় নৃত্য ও এক মনোজ্ঞ বৈশাখী উৎসবের মাধ্যমে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) শনিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ বছরের উৎসবের মূল উপাপাদ্য ছিল “উৎসবে বাংলাদেশ”। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।
এছাড়া শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ফারুক খান এমপি, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব), সাবেক রাষ্ট্রদূত, বিদেশী রাষ্ট্রদূত, সম্মানিত ব্যক্তিবর্গ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফোসার সভাপতি সোনিয়া সুলতানা (নাসরীন) স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, ফোসার প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন ও ফোসার পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিনী এস. আয়েশা আখতার জাহান বক্তব্য রাখেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দেশীয় নৃত্য, লোকজ সংগীত, কবিতা আবৃত্তি ইত্যাদি। এছাড়াও ভারতীয় ও শ্রীলংকান ঐতিহ্যমন্ডিত নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি শুরু হয় মঙ্গল শোভাযাত্রা দিয়ে এবং বাঙ্গালি বাহারী রকমের খাবার পরিবেশনের মাধ্যমে তা শেষ হয়।
বাসস/সবি/এফএইচ/২০২২/কেজিএ