বাসস বিদেশ-১ : মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত, আহত ৪

268

বাসস বিদেশ-১
মালি-অস্থিরতা
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত, আহত ৪
বামাকো, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস) : মালির মধ্যাঞ্চলে শনিবার এক মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত ও অপর চারজন আহত হয়েছে। তাদের গাড়ি বহর মালির মধ্যাঞ্চল দিয়ে যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘ স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএসএমএ) জানিয়েছে, বুরকিনা ফাসো সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মিশরীয় একটি বহরে এ মাইন হামলা চালানো হয়।
এতে একজন মিশরীয় শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ঘটনায় এক হামলাকারী নিহত হয়েছে।
এমআইএনইউএসএমএ প্রধান মাহামাত সালেহ আন্নাদিফ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ‘পাল্টা হামলা চালিয়ে এক দুষ্কৃতকারীকে হত্যা ও অপর আটজনকে আটক করেছে।’
এই হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য তিনি মালি কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছেন।
বাসস/কেএআর/১১২৫/এমএবি