বাসস দেশ-৪২ : তুরাগ নদের তীরে বিআইডব্লিউটিএ’র অভিযানে ৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

553

বাসস দেশ-৪২
তুরাগ-উচ্ছেদ-অভিযান
তুরাগ নদের তীরে বিআইডব্লিউটিএ’র অভিযানে ৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ১৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তুরাগ নদের তীরে অভিযান চালিয়ে ৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ এই অভিযান পারিচালনা করে।
ঢাকা নদী বন্দরের আওতাধীন উত্তরা ১০ নম্বর সেক্টরের কাছে সাহেব আলী মাদ্রাসা এলাকায় ১১টি একতলা ভবন, ১০টি আধাপাকা ভবন, ২০টি টিনশেড, পাঁচটি ওয়্যার হাউজ, সাতটি বাউন্ডারি ওয়াল, ৪৫টি টিনের ঘরসহ মোট ৯৮টি অবৈধ স্থ্াপনা উচ্ছেদ, ছয়টি বালুর গদি অপসারণ এবং চার একর তীরভূমি অবমুক্ত করা হয়। এছাড়া ৭৪ লাখ ৭৬ হাজার টাকার পণ্য নিলাম করা হয়েছে। আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয় নদের তীরে অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
বাসস/সবি/এমএআর/২০৫৫/-জেহক