লোহাগড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

316

নড়াইল, ১৬ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলার লোহাগড়ায় নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা,হান্দলা, ব্রাম্মণডাঙ্গা, চর-ব্রাম্মণডাঙ্গা গ্রামবাসীরা ১লা বৈশাখ উপলক্ষে স্থানীয় বিলে এ প্রতিযোগিতার আয়োজন করে । প্রতিযোগিতায় যশোর, মাগুরা,ফরিদপুর ও স্বাগতিক নড়াইলের বিভিন্ন এলাকা থেকে ২২টি ঘোড়ার মালিক অংশ নেন।
তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর বাঘারপাড়া উপজেলার দহখোলা গ্রামের বাপ্পী মোল্লার ঘোড়া প্রথম, লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের ইউনুস কারীর ঘোড়া দ্বিতীয় ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধল গ্রামের জাবেদ সরদারের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।
বিজয়ীদের যথাক্রমে প্রথম জনকে ছয় হাজার, দ্বিতীয় জনকে চার হাজার ও তৃতীয়জনকে দুই হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিটি ঘোড়ার মালিককে এক হাজার টাকা করে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুন্সী মুরাদুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নতি প্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি মেলা দেখতে বিভিন্নস্থান থেকে হাজার হাজার দর্শক উপস্থিত ছিল এসময়।