নীলফামারীতে খরখড়িয়া নদীর পুনঃখনন কাজ শুরু

321

নীলফামারী, ১৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলায় সদর উপজেলায় প্রায় পাঁচকোটি টাকা ব্যয়ে খরখড়িয়া নদীর পুনঃখনন কাজ আজ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের হ্যাচারী মাঠে নদী খনন কাজের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র বর্ধন বাপ্পি ও সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, খোকসাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান প্রমুখ।
আসাদুজ্জামান নূর এমপি বলেন, আমাদের নিজেদের স্বার্থেই নদী রক্ষা প্রয়োজন। সকল নদ-নদী পুনঃখনন হলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। ফিরে আসবে জীববৈচিত্র, বৃদ্ধি পাবে মাছের উৎপাদন। তাতে আমিষের ঘাটতি পূরনের পাশাপাশি অনেকেই ফিরে পাবেন কর্মসংস্থান।
তিনি বলেন,‘নদী এবং খাল রক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। আমরা নীলফামারীতে নদী পুনঃখনন করে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন করছি।’
জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা সদরে টুপামারি, নীলফামারী পৌরসভা, কুন্দপুকুর ও সোনারায় ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খরখড়িয়া নদীটির মোট দৈর্ঘ্য ৭৫ কিলোমিটার। এর মধ্যে ৪ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ৬০৭ টাকা ব্যয়ে নীলফামারী অংশের ১৮ কিলোমিটার পুনঃখননের কাজ শুরু হয়েছে।