সারাদেশে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন

396

ঢাকা, ১৬ এপ্রিল ২০১৯ (বাসস) : ‘স্বাস্থ্যসেবা আধিকার, শেখ হাসিনা’র অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ সংক্রান্ত সংবাদ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সংবাদাতারা পাঠিয়েছেন। সংবাদগুলো হলো:
ঝিনাইদহ: ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫ দিন ব্যাপী স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সারাদেশের সাথে ঝিনাইদহেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন প্রদর্শন করা হয়। এসময় ঝিনাইদহ-মাগুরা মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর হাসাপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলীসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্বাস্থ্যসেবা শেষ হবে আগামী ২০ এপ্রিল।
কেরানীগঞ্জে: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় স্বাস্থ্যসেবা পালন উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা নাহিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ শাহজাহান আলী, জিনজিরা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান, ডাঃ তাহসিন বেগম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা ও কেরানীগঞ্জ বেসরকারী ক্লিনিক ও হাসপাতাল সমিতির সভাপতি ডাঃ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
হবিগঞ্জ: জেলায় মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন করেছেন
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডাঃ সুচীন্ত চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা খাতুন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল প্রমুখ।
খুলনায় : জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক ও খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।
এর আগে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়।
কুড়িগ্রাম:‘স্বাস্থ্যসেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে জাতীয়ভাবে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি উদযাপন করতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: অমিত কুমার বসু, সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ। এসময় স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও ছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরে : জেলায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে কালেক্টরেট ভবনের সামনের ড্রীলসেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাগুরা : জেলায় আজ মঙ্গলবার থেকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অলোক কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার দেবাশীষ বিশ্বাস, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুন্ডুসহ অন্যান্যরা।
মেহেরপুর: ‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গিকার’এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মিলনায়তনে জাতীয় সেবা সপ্তাহের উদ্বোধনের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন শামীম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, ডা. এহসানুল করিম প্রমুখ।
নড়াইল : জেলায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সদর হাসপাতালের হলরুমে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ বড় পর্দায় প্রদর্শন করা হয়।
এসময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ আসাদুজ্জামান মুন্সী, সদর হাসপালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ সঞ্জিত কুমার সাহা, সদর হাসপালের তত্ত্বাবধায়ক দায়িত্বপ্রাপ্ত হুমায়ুন কবীর, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শামসুল আলম, সদর হাসপাতালের আরএমও ডাঃ মশিউর রহমান বাবু, ডাঃ আলীমুজ্জামান সেতুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।