নুসরাত হত্যাকান্ডের রাজনীতিকরণের সমালোচনায় তথ্যমন্ত্রী

387

ঢাকা, ১৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার জন্য দায়ী ব্যক্তিদের দুর্বৃত্ত হিসেবে আখ্যায়িত করে ইস্যুটিকে রাজনীতিকরণের অপচেষ্টার সমালোচনা করেছেন।
তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপরাধীদের ধরার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছে।’
নুসরাত হত্যাকান্ডকে একটি পাশবিক ঘটনা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এটি সমাজের পাশাপাশি দেশকে আঘাত করেছে। তিনি বলেন, ‘সরকার ইস্যুটি নিয়ে কাজ করছে, যাতে দেশে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সকল অপরাধীকে এমনকি কোন সরকারি কর্মকর্তাও যদি দোষী সাব্যস্ত হয় তাদের ধরা হবে এবং কাউকেই রেহাই দেয়া হবে না।
এ ঘটনার পর কতিপয় বিএনপি’র নেতার নুসরাতের বাসায় যাওয়ার উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না তারা কেন কুম্ভিরাশ্রু বর্ষণ করছে। অথচ তারাই পেট্রোল বোমা ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার সংস্কৃতি চালু করেছে।’
মন্ত্রী নৃশংস অপরাধের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার এবং এহেন হত্যার ঘটনা রাজনীতিকরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিএনপি’র নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, যদি তারা সংসদে যোগদান করেন, দেশের জনগণ তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানাবে। ‘আমরাও তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাবো’ বলেও তিনি উল্লেখ করেন।
তাদের সংসদে যোগদানের সিদ্ধান্ত ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি তারা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এতে করে গণতন্ত্র শক্তিশালী হবে।’