চীনে কারখানায় বিস্ফোরণের ঘটনায় আরো ১৭ জন গ্রেফতার

411

বেইজিং, ১৫ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : চীনের পূর্বাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় গত মাসে ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জন নিহত এবং কয়েকশ’ আহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরো ১৭ জনকে গ্রেফতার করেছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে এ বিস্ফোরণ ছিল সাম্প্রতিক বছরগুলোতে দেশটির শিল্প কারখানায় ঘটা ভয়াবহ দুর্ঘটনাগুলোর অন্যতম। এ বিস্ফোরণের ব্যাপকতা এতো বেশি ছিল যে এতে কারখানাটি বন্ধ করে দিতে হয়।
ইয়ানচেং নগর সরকারের সরকারি ওয়েবসাইটে বলা হয়, পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো ১৭ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এনিয়ে ওই বিস্ফোরণে ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ালো।