বাসস দেশ-১৪ : ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে নববর্ষ উদযাপন

319

বাসস দেশ-১৪
বর্ষবরণ-উদযাপন
ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে নববর্ষ উদযাপন
ঢাকা, ১৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে নানা আয়োজনে আজ বাংলা বর্ষবরণ উৎসব-১৪২৬ উদযাপিত হয়েছে।
ছত্রপতি শিবাজী বাস্তু সংগ্রহালয় মিউজিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নানা ধরণের গ্রামীণ খেলার বর্ণিল আয়োজন। এতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় একথা জানানো হয়েছে।
উপ-হাইকমিশনার মোঃ লুৎফর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপস্থিত ভারতীয় অতিথি ও কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে বাংলার পহেলা বৈশাখের ইতিহাস তুলে ধরেন।
তিনি বলেন, বাংলার ঐতিহ্যে ঘেরা বর্ণিল সংস্কৃতি স্বাগতিক দেশে তুলে ধরবার জন্যই বাংলাদেশ উপ-হাইকমিশনের এই প্রয়াস।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও প্রবাসী বাংলাদেশীগণ সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ’ গেয়ে বরণ করে নেয় নতুন বৎসরকে।
অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মিজ্ শর্মিলা নিয়োগীর কয়েকজন ছাত্র-ছাত্রী ও স্থানীয় কয়েকটি ভারতীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, যাঁরা বাংলাদেশী বাউল গান, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালনগীতি ও সুফী ঘরানার গান পরিবেশন করেন।
প্রবাসী বাংলাদেশী, উপ-হাইকমিশনের সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গ, স্থানীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নৃত্যগীতের মূর্ছনায় পুরো অনুষ্ঠানটি ছিলো উপভোগ্য।
পরে বাঙ্গালী খাবারে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়িত করা হয়।
বাসস/সবি/এমএন/২০৩৮/কেকে