বাসস দেশ-৩০ : রাজধানীতে ৪ অপহরণকারী গ্রেফতার

554

বাসস দেশ-৩০
অপহরণকারী-গ্রেফতার
রাজধানীতে ৪ অপহরণকারী গ্রেফতার
ঢাকা, ১৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাজধানীর উত্তরখান এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানার আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রিয়াজ উদ্দিন (৫০), মোঃ আলী আজগর খান ওরফে পলাশ (৩১), মোঃ আব্দুর রশিদ (৪৯) ও মোছাঃ শরিফা (৩৫)। তাদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, (মিডিয়া) উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান আজ শনিবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডিবি পুলিশকে জানায়, তারা বিভিন্ন কৌশলে মোবাইল নম্বর সংগ্রহ করে টার্গেটকৃতদের ফোন দিয়ে কৌশলে তাদের নির্ধারিত স্থানে আসতে বলে। তাদের কথা অনুযায়ী কেউ আসলে নারী সদস্যদের ব্যবহার করে জোরপূর্বক অশ্লীল কর্মকান্ড সংগঠিত করে ও ভয়ভীতি প্রদর্শন করে তা ভিডিও করে রাখে। এরপর তারা অপহরণকৃত ব্যক্তিকে দিয়ে তার পরিবার পরিজনকে ফোন করে নগদ অর্থ দাবি করে।
তারা পুলিশকে আরো জানান, ঢাকা ও তার আশপাশ এলাকায় বাসা ভাড়া নিয়ে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে উত্তরখান থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২২৫০/বেউ/-কেকে