বাসস দেশ-২১ : রাজধানীতে ৩ নির্মাণ শ্রমিক নিহত

668

বাসস দেশ-২১
শ্রমিক-নিহত
রাজধানীতে ৩ নির্মাণ শ্রমিক নিহত
ঢাকা, ৮ জুন, ২০১৮ (বাসস) : রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় মাচা ভেঙ্গে নিচে পড়ে তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন। নিহতরা হলেন- মো. সাইদুল (৩৫), মো. মোখলেস (২০) ও মনিরুল (৪৫)।
শুক্রবার বিকেলে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতাল সংলগ্ন ৫ নম্বর সড়কে ১০ নম্বর বাড়ির নির্মাণাধীন ১৩-তলা উঁচু কনকর্ড টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ আজ বাসসকে এ তথ্য জানান।
তিনি জানান, বিকেল ৪টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালের পাশে ৫ নম্বর সড়কে নির্মাণাধীন বহুতল কনকর্ড টাওয়ারে প্লাস্টারের কাজ করছিল চার শ্রমিক। এ সময় ভবনের ১২তলা ও ১৩ তলায় প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ মাচা ছিঁড়ে নিচে পড়ে যান ৩ শ্রমিক।
দুর্ঘটনার পর তাদের সহকর্মীরা শ্রমিক মোখলেস ও মনিরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৫টার দিকে তারা দু’জন মারা যায়।
অপরদিকে, আহত শ্রমিক সাইদুলকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তিনজনের মরদেহ উদ্বার করে। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে ওসি জানান।
বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, নিহত তিন শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২১৪৫/আহা/-অমি