বাসস দেশ-৩৩ : আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

523

বাসস দেশ-৩৩
শিরীন শারমিন-আইপিইউ
আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার
ঢাকা, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কাতারের দোহায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪০ তম এসেম্বলিতে অংশগ্রহণ শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন।
সফরকালে স্পিকার ‘শান্তি, নিরাপত্তা এবং আইনের শাসনের জন্য শিক্ষা জোরদারের প্লাটফর্ম হিসেবে সংসদ’ শীর্ষক সাধারণ বিতর্ক, ১৪০তম সম্মেলনের আলোচ্যসূচিতে জরুরী বিষয় অন্তর্ভুক্ত করার অনুরোধ শীর্ষক সভা, ‘নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও অন্তর্ভুক্তিমূলক জননীতি প্রণয়নের মাধ্যমে জ্বালানী ঘাটতি নিরসন: সংসদের করণীয়’ শীর্ষক প্যানেল ডিসকাশন, টেকসই উন্নয়ন, অর্থায়ন ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক, প্ল্যাটফর্ম হিসাবে সংসদ শান্তি নিরাপত্তা এবং আইনের শাসনের জন্য শিক্ষার সম্প্রসারণ শীর্ষক জেনারেল ডিবেটে অংশগ্রহণ করেন।
সফরকালে তাঁর সাথে কাতারের শুরা কাউন্সিল এবং কাজাখস্থান মজলিস অব পার্লামেন্টের চেয়ারম্যান সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি কাতার আওয়ামী লীগ ও প্রবাসী সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
বাসস/সবি/এমআর/২০৫৭/-আসচৌ/আরজি