বাসস বিদেশ-৩ : সুদানে বিক্ষোভ সমাবেশে গুলি, টিয়্যার গ্যাস নিক্ষেপ

327

বাসস বিদেশ-৩
সুদান-অস্থিরতা
সুদানে বিক্ষোভ সমাবেশে গুলি, টিয়্যার গ্যাস নিক্ষেপ
খার্তুম, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): সুদানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেনা সদরদপ্তরের বাইরে আন্দোলনরত সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়্যার গ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে গুলির ও শব্দ শোনা যায়। তারা সেখানে তৃতীয় রাতের মতো বিক্ষোভ প্রদর্শন করছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানান। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শী ও এক বিক্ষোভকারী জানায়, সেনা সদরদপ্তর চত্বর থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়্যার গ্যাস নিক্ষেপ করে।
তারা জানায়, সেখানে গুলির শব্দও শোনা যায়। তবে কারা গুলি ছুড়েছে সেটা জানা যায়নি।
ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক টিয়্যার গ্যাস ছুঁড়ে। এসময় তারা দুই হাত ও মেডিকেল মাস্ক দিয়ে তাদেরকে মুখমন্ডল ঢেকে রাখার চেষ্টা করতে দেখা যায়।
বাসস/এমএজেড/১১১০/এমএবি