আমিরের ফর্ম নিয়ে চিন্তিত সরফরাজ

401

করাচি, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : আসন্ন বিশ্বকাপের আগে দলের অভিজ্ঞ বোলার মোহাম্মদ আমিরের ফর্ম নিয়ে চিন্তিত পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান দল থেকে মাত্র এক ম্যাচ পরই বাদ পড়েন আমির। নিজের শেষ ১৪ ওয়ানডের মধ্যে নয় ম্যাচেই উইকেট শূন্য থাকায় আমিরের অবস্থা দেখে দারুনভাবে চিন্তিত সরফরাজ।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে সরফরাজ বলেন, ‘যখন আপনার প্রধান স্ট্রাইক বোলার নিয়মিত উইকেট না পাবেন, অবশ্যই অধিনায়কের জন্য এটা একটা চিন্তার বিষয়।’
ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এক ¯েপলে আমিরের ১৬ রানে ৩ উইকেট শিকারেই ফেবারিট ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। দুর্ভাগ্যজনকভাবে তার পর থেকেই ফর্ম হীনতায় ভুগছেন আমির। যে কারণে আসন্ন বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়েও সৃষ্টি হয়েছে সন্দেহ।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘তিনি বিশ্বকাপ দলে থাকবেন কিনা- আমি বলতে পারছিনা। তবে আমাদের পরিকল্পনা সম্পর্কে আমাদের মন অত্যন্ত পরিষ্কার এবং দল যখন ঘোষণা করা হবে তখনই সবাই জানতে পারবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। তার আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫ মে থেকে পাঁচ ওয়ানডে ও একমাত্র ম্যাচের টি-২০ সিরিজ খেলবে উপমহাদেশের দলটি। আগামী ১৮ এপ্রিল চুড়ান্ত দল ঘোষণা করবে পাকিস্তান নির্বাচকরা। ১৭/১৮ সদস্যের দল নিয়ে ২৩ এপ্রিল ইংল্যান্ড রওনা হবে পাকিস্তান। সুতরাং এখনো আমিরের সুযোগ থাকছে।
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালে পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ এক সময় এ পেসারের ঘুরে দাঁড়ানোর প্রতি আস্থা প্রকাশ করেছিলেন। আমির নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন বলেও উল্লেখ করেছিলেন বোলিং কোচ।
মাহমুদ বলেন, ‘আমির চমৎকার একজন বোলার। তবে খেলায় ফেরার পর থেকে সে বিরামহীন ক্রিকেট খেলছে। তাই তার ফিটনেস নিয়ে আমাদের কাজ করতে হবে। আমির যদি ফিট থাকে এবং ভাল বোলিং করতে পারে, তবে আমরা জানি সে একজন উইকেট শিকারী।’