বাসস দেশ-৪০ : ফায়ারম্যান সোহেল রানার মরদেহ সিঙ্গাপুর থেকে শাহজালালে পৌঁছেছে

369

বাসস দেশ-৪০
ফায়ারম্যান-মরদেহ
ফায়ারম্যান সোহেল রানার মরদেহ সিঙ্গাপুর থেকে শাহজালালে পৌঁছেছে
ঢাকা, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : ফায়ারম্যান সোহেল রানার মরদেহ সিঙ্গাপুর থেকে শাহজালালে পৌঁছেছে।
রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুন নেভাতে ও বহুতল ভবনে আটকে পড়া লোকদেরকে উদ্ধার কাজে সরাসরি অংশ নিয়েছিলেন কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের তরুণ ফায়ারম্যান মো: সোহেল রানা (৩৪)। উদ্ধার কাজ চালাতে গিয়ে গুরুতর আহত হন ফায়ারম্যান সোহেল রানা।
পরে তাকে গত ৫ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফায়ারম্যান সোহেল রানা ইন্তেকাল করেন ।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের এএসপি (মিডিয়া) মো: তারিক আহমেদ জানান, আজ রাত ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ফায়ারম্যান সোহেল রানার মরদেহ ঢাকায় পৌঁছায়।
আগামীকাল সোহেল রানার মরদেহ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের কেরুয়াইল পাঠানো হবে। পরে তাকে সেখানে জানাযা শেষে দাফনের কথা রয়েছে।
গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারের অগ্নিদুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন ফায়ারম্যান সোহেল রানা।
বাসস/সংবাদদাতা/এমএআর/০০০৪/এবিএইচ