বাসস দেশ-৩৪ : নবম ওয়েজবোর্ড নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে : মুন্নুজান সুফিয়ান

559

বাসস দেশ-৩৪
সুফিয়ান-বিএলআরজেএফ
নবম ওয়েজবোর্ড নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে : মুন্নুজান সুফিয়ান
ঢাকা, ৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেছেন, সংবাদপত্র সেবীদের জন্য গঠিত নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
বুধবার দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শ্রম আদালত ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের (বিএলআরজেএফ) নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণায়লয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাতীয় শ্রমিক লীগের মহিলা কমিটির সাধারণ সম্পাদক এবং ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য শামসুন নাহার ভূইয়া এমপি ও বিএলআরজেএফ-এর সভাপতি কাজী আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে বিএলআরজেএফ-এর সিনিয়র নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
কাজী আবদুল হান্নান সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা নিয়ে উদ্ভূত পরিস্থিতি এবং এর আইনগত নানা দিক শ্রম প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রতিমন্ত্রী ধৈর্য ধরে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং তা মন্ত্রিসভা কমিটির বৈঠকে তুলে ধরার আশ্বাস দেন।
বাসস/সবি/এমএআর/২১৪০/-আরজি