বাজিস-১২ : হবিগঞ্জে কোর্ট বিল্ডিংয়ের ৬তলা থেকে পড়ে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

265

বাজিস-১২
হবিগঞ্জ-শ্রমিক- মৃত্যু
হবিগঞ্জে কোর্ট বিল্ডিংয়ের ৬তলা থেকে পড়ে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জ, ৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : হবিগঞ্জ শহরে চীফ জুডিসিশিয়াল ভবনের নির্মাণ কাজ চলার সময় ৬ তলা থেকে পা পিছলে পড়ে ইফাত মিয়া নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত ইফাত মিয়া সিরাগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রামের সূর্য শেখের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, চীফ জুডিসিয়াল ভবনের ৬ থেকে ১০তলা পর্যন্ত নির্মাণ কাজ চলমান রয়েছে। ৫ তলার উপর টিন দিয়ে শেড নির্মাণ করে তার উপরে বসে শ্রমিকরা কাজ করে। কাজটি দেখভালের দায়িত্ব পালন করেন ইফাত মিয়া ও তার ভাই হাসান মিয়া। বৃহস্পতিবার দুপুরে কাজ চলার সময় হঠাৎ করে শেড এর টিন সরে গেলে ৬ তলা থেকে ছিটকে পড়েন ইফাত মিয়া। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। সহকর্মীরা ইফাতকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইফাত এর সাথে কাজ করা রিপন মিয়া জানান, হঠাৎ করে শেডের টিন সরে গেলে ইফাত ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সে নির্মাণ কাজের দেখভাল করত।
দুর্ঘটনার খবর পেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান আলম প্রধান হাসপাতালে ছুটে যান।
হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস/সংবাদদাতা/১৯৩৫/-মরপা