বাসস দেশ-২৬ : রাজবাড়ীতে নতুন ওয়ার্কশপ নির্মিত হলে দেশেই রেলওয়ে কোচ নির্মাণ করা সম্ভব হবে : নুরুল ইসলাম সুজন

280

বাসস দেশ-২৬
রেলপথমন্ত্রী-রাজবাড়ী-ওয়ার্কশপ
রাজবাড়ীতে নতুন ওয়ার্কশপ নির্মিত হলে দেশেই রেলওয়ে কোচ নির্মাণ করা সম্ভব হবে : নুরুল ইসলাম সুজন
রাজবাড়ী, ৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রাজবাড়ীতে নতুন ওয়ার্কশপ নির্মিত হলে দেশেই রেলওয়ে কোচ নির্মাণ করা সম্ভব হবে।
তিনি আজ রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
রেলপথ মন্ত্রী সুজন বলেন, রাজবাড়ীতে রেলওয়ের অনেক পরিত্যক্ত জায়গা রয়েছে। ভবিষ্যতে রেলওয়ের আরো ৪ টি ডিভিশন হবে, যার একটির হেড কোয়ার্টার হবে রাজবাড়ী। এই রাজবাড়ী জেলা ঘিরে সরকার অনেক বড় বড় পরিকল্পনা গ্রহন করেছে।
এ সময় তিনি রেলওয়ের বেশ কিছু চলমান প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে আগামী ১০ বছরে রেলের আমুল পরিবর্তন আসবে। রেল ব্যবস্থা উন্নত বিশ্বের মতো হবে।
এ সময় তিনি আরো বলেন, রেল তার হারানো জৌলুস অচিরেই ফিরে পাবে। রেলকে এক সময় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমান সরকার রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করে রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
পরে নুরুল ইসলাম সুজন রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী এমপি, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক শহীদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএএস/১৯১৫/-জেজেড