বাজিস-১৪ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধার, নিহত ১

305

বাজিস-১৪
বান্দরবান- নাইক্ষ্যংছড়ি- অস্ত্র উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধার, নিহত ১
কক্সবাজার, ৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি এলাকার গহীন অরণ্যে আজ বুধবার বেলা সকাল ১১টার দিকে দুর্বৃত্তদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক গোলাগুলিতে একব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, ‘নাইক্ষ্যংছড়ির লেম্বুছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি দলের সাথে র‌্যাবের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর গোলাগুলির মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি মৃতদেহ পাওয়া গেছে।’
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন জানান, মৃত ব্যক্তির নাম জ্ঞান শংকর চাকমা।
তিনি জানান, ঘটনাস্থল থেকে সাতটি এসএমজি, ৪৩৭ রাউন্ড গুলি, ১১ রাউন্ড গুলির খালি খোসা ও ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৭ অধিনায়ক জানান, ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুর্বৃত্তদের ধরতে নাইক্ষ্যংছড়িতে যৌথ অভিযান শুরু করেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য জেলার সদর হাসপাতালে পাঠানো হবে।
বাসস/সংবাদদাতা/২০০৮/এমকে