বাসস দেশ-২৮ : শিক্ষাবোর্ড ও অধিদপ্তরের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে নিরসনের পরামর্শ

293

বাসস দেশ-২৮
কমিটি- শিক্ষা
শিক্ষাবোর্ড ও অধিদপ্তরের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে নিরসনের পরামর্শ
ঢাকা, ৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় শিক্ষাবোর্ড ও অধিদপ্তরের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে নিরসনের পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটি সভাপতি মোঃ আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একথা বলা হয়।
সভায় শিক্ষা বিভাগের কার্যক্রমকে আরো বেগবান করার স্বার্থে এ বিভাগের প্রশাসনিক বিকেন্দ্রিকরণের উপরও গুরুত্বারোপ করা হয়।
কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মোঃ আব্দুল কুদ্দুস,ফজলে হাসান বাদশা, আবদুস সোবাহান মিয়া, এম এ মতিন সভায় অংশগ্রহণ করেন।
সভায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কর্ম পরিকল্পনা নির্ধারণসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সংসদীয় কমিটির সভাকে আরো ফলপ্রসু করতে কমিটির পরামর্শ ও সুপারিশগুলো যাতে গুরুত্বের সহিত বিবেচনায় নেয়া হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে পরামর্শ দেয়া হয়।
প্রতিমাসের প্রথম সপ্তাহে সুবিধাজনক দিনে কমিটি বৈঠক আহবান করা এবং বৈঠকের অন্তত এক সপ্তাহ আগে কার্যপত্র ও কার্যবিবরণী কমিটির সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলের নিকট পৌঁছে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৮৪৫/কেকে