বাসস ক্রীড়া-১২ : ব্রাদার্স খেলতে আপত্তি জানানোয় মোহামেডানকে জয়ী ঘোষণা

296

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
ব্রাদার্স খেলতে আপত্তি জানানোয় মোহামেডানকে জয়ী ঘোষণা
ফতুল্লা, ২ এপ্রিল ২০১৯ (বাসস) : বৃষ্টিভেজা মাঠ ও ওভার কার্টেল হওয়াতে নিজেদের ইনিংস খেলতে ব্রাদার্স ইউনিয়ন আপত্তি জানানোতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে জয়ী ঘোষনা করা হয়েছে মোহামেডানকে। এই জয়ে ৮ খেলায় ৪ জয় ও ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠলো মোহামেডান। অন্যদিকে, সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে ব্রাদার্স।
সাভারের চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ব্রাদার্স। ব্যাট হাতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৬ রানের বড় সংগ্রহ পায় মোহামেডান। দলের পক্ষে ইরফান শুক্কুর ৯২, অভিষেক মিত্র ৬৮, রকিবুল হাসান ৫০ ও সোহাগ গাজী ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন। ব্রাদার্সের মোহাম্মদ শরীফ ও সাজেদুল ইসলাম ৩টি করে উইকেট নেন।
এরপর বৃষ্টির কারণে দীর্ঘক্ষনের জন্য খেলা বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৪টা নাগাদ খেলা শুরুর কথা জানান আম্পায়াররা। পাশাপাশি নতুন টার্গেটও দেন ব্রাদার্সকে। কিন্তু কার্টেল ওভারে খেলতে রাজি না হওয়াতে আর মাঠেই নামেনি ব্রাদার্স। ফলে মোহামেডানকে জয়ী ঘোষণা করা হয়।
বাসস/এএসজি/এএমটি/১৯৫০/মোজা/স্বব