বাজিস-১৬ : পঞ্চগড়ে বিভাগীয় কমিশনারের অর্থনৈতিক জোন পরিদর্শন

337

বাজিস-১৬
পঞ্চগড়-অর্থনৈতিক-জোন
পঞ্চগড়ে বিভাগীয় কমিশনারের অর্থনৈতিক জোন পরিদর্শন
পঞ্চগড়, ১ এপ্রিল ২০১৯ (বাসস) : রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী আজ সোমবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার দাড়ারহাট আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ৬শ’ একর জমিতে অর্থনেতিক জোন করার জায়গা পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জেলার দেবীগঞ্জে অর্থনৈতিক জোন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য তিনি আমাকে এলাকাটি নতুন করে পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন। দেবীগঞ্জে অর্থনৈতিক জোন হলে এ অঞ্চলের হাজার নারী-পুরুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি হবে। অর্থনীতিতে গতি সঞ্চার হবে। এলাকায় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এর ফলে মানুষদের আয় রোজগারের নতুন ক্ষেত্র তৈরী হবে।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম আজম, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০২০/মরপা