বাসস বাজেট-৪৩ : বরাদ্দ বেড়েছে প্রায় ১৩ শ’ কোটি টাকা : নিরাপদ খাদ্য কতৃপক্ষ’র সক্ষমতা বাড়াতে প্রকল্প

213

বাসস বাজেট-৪৩
খাদ্য মন্ত্রণালয় – বরাদ্দ
বরাদ্দ বেড়েছে প্রায় ১৩ শ’ কোটি টাকা : নিরাপদ খাদ্য কতৃপক্ষ’র সক্ষমতা বাড়াতে প্রকল্প
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খাদ্য মন্ত্রণালয়ের অনুকূলে মোট ১৬ হাজার ২৫ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এরমধ্যে পরিচালন ব্যয় হিসেবে ধরা হয়েছে, ১৫ হাজার দু’শ’ ৬০ কোটি ৬১ লাখ ৭৭ হাজার টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ রয়েছে সাতশ’ ৬৪ কোটি ৭৩ লাখ টাকা।
চলতি অর্থবছরের (২০১৭-’১৮) সংশোধিত বাজেটের চেয়ে আগামী অর্থবছরে এই মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে এক হাজার ছয়শ’ ৭২ কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকা।
২০১৮-’১৯ অর্থবছরে খাদ্য মন্ত্রণালয়ের অধীনের সংস্থা বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ‘ইন্সটিটিউশনালাইজেশন অব ফুড সেফটি ইন বাংলাদেশ ফর সেফার ফুড’ প্রকল্প বাস্তবায়নসহ মোট দশটি কার্যাবলী/প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বাসস/নিজস্ব/জেডআরএম/১৮৪০/এএএ