বাসস বাজেট-৪২ : ভূমি মন্ত্রাণালয়ের জন্য প্রায় ২ হাজার ১’শ ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

205

বাসস বাজেট-৪২
ভূমি- বাজেট
ভূমি মন্ত্রাণালয়ের জন্য প্রায় ২ হাজার ১’শ ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : ভূমি মন্ত্রাণালয়ের জন্য ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ২ হাজার ১’শ ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ১ হাজার ১’শ ২ টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। ভূমি মন্ত্রাণালয়ে গতবারের তুলনায় এবার বাজেট বরাদ্দের প্রস্তাব বাড়ানো হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এই বরাদ্দের প্রস্তাব করেছেন।
এদিকে ভূমি মন্ত্রাণালয়ে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে ১ হাজার ৮’শ ৫৩ কোটি টাকার প্রস্তাব করা হয়েছিল, পরে তা সংশোধিত হিসেবে ১ হাজার ৯’শ ৪৪ কোটি টাকায় এসে দাঁড়ায়।
২০১৮-১৯ অর্থ বছরে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে- ‘গুচ্ছগ্রাম প্রকল্প-২ (ক্লাইমেট ভিকটিম রিহ্যাবিলিটেশন) প্রকল্প’, ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড প্রণয়ন ও মৌজা ম্যাপ সংরক্ষণ প্রকল্প, চর ডেভলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (সিডিএসপি-৪), উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (৬ষ্ঠ পর্ব), ভূমি ভবন কমপ্লেক্সনির্মাণ প্রকল্প, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প এবং ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেল ভবনের ৬ষ্ঠ তলা হতে ১২ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প।
বাসস/এএসজি/এমএন/১৮৩৫/কেজিএ