বাসস বাজেট-৩৫ : দেশের ৫৬০ উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার স্থাপন করা হবে

296

বাসস বাজেট-৩৫
ধর্ম মন্ত্রণালয়-বরাদ্দ
দেশের ৫৬০ উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার স্থাপন করা হবে
ঢাকা, ১ জুন, ২০১৭ (বাসস) : দেশের ৫৬০ উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার স্থাপন করা হবে।
চলতি ২০১৮-১৯ অর্থবছরে ধর্ম মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৬৮ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৪৬ কোটি ৮০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৯২১ কোটি ৪২ লাখ টাকা ব্যয় করা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় এই বরাদ্দের প্রস্তাব করেন।
এ বছর বাজেটের মধ্যে হজ ব্যবস্থাপনা অধিকতর যুগোপযোগী, আধুনিক, গতিশীল ও স্বচ্ছকরণের লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং হজ ও ওমরাহ নীতি প্রণয়ন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়), ইসলামিক পুস্তক সংযোজন (২য় পর্যায়) , ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় পর্যায় ও জেলা লাইব্রেরীতে পুস্তক সংযোজন এবং সেবা কার্যক্রম সম্প্রসারণ, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ধর্মীয় ও আর্থÑসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত এবং সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প বাস্তবায়ন এবং প্যাগোডা ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া মন্দির মেরামত ও পুনঃনির্মাণ ও সংস্কারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বাসস/এএসজি/এমএআর/১৭৫৫/-জেজেড