সংবাদ শিরোনাম 
|
|
তেগুসিগাল্পা, ৬ ডিসেম্বর, ২০১৭ (বাসস ডেস্ক) : হন্ডুরাসে বামপন্থী বিরোধী দল মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছে। এক সপ্তাহ আগে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
বিরোধী দল নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে এবং রাজপথে ব্যাপক আন্দোলন বিক্ষোভ করে।
সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা ম্যানুয়েল জেলায়া এই দাবি জানান।
খবর এএফপি’র।
এক কোটি জনসংখ্যা অধ্যুষিত মধ্য আমেরিকার ছোট দেশটিতে ২৬ নভেম্বরের এই নির্বাচনের পর থেকেই রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটিতে বিরোধী দলের সঙ্গে সরকারি সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন পরবর্তী সংঘর্ষ চলছে।
ভোটগ্রহণ শেষের প্রথম কয়েকঘন্টা পর মনে করা হচ্ছিল বিরোধী দলীয় প্রার্থী সাবেক টিভি উপস্থাপক সালভাদোর সালরাল্লা খুব সহজেই জয়লাভ করতে যাচ্ছেন।
কিন্তু এরপরই ভোট গণনা একাধিকবার বিলম্বিত হয়। এর কারণে হিসেবে নির্বাচন কর্তৃপক্ষ কম্পিউটার সমস্যার কথা উল্লেখ করে।
শেষপর্যন্ত সুপ্রিম ইলেক্ট্রোরাল অথরিটি জানায়, হানান্ডেজ ৪২ দশমিক ৯৮ শতাংশ এবং নাসরাল্লা ৪১ দশমিক ৩৯ শতাংশ ভোট পেয়েছেন।
তবে তারা বিজয়ীর নাম ঘোষণা না করে জানায়, এই ফলাফলকে চ্যালেঞ্জ করা হতে পারে।