সংবাদ শিরোনাম 
|
|
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০১৭ (বাসস) : সচিবালয়ে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারিদের ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে।
বুধবার স্মার্ট কার্ড পাঞ্চ করে এ ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।
এ সময়ে মুজিবুল হক বলেন, এই ডিজিটাল হাজিরা কর্যক্রাম শুরু হওয়ায় সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতির ক্ষেত্রে স্বচ্ছতা ও গতিবৃদ্ধি করতে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা আজ বাস্তবে দৃশ্যমান।
এ সময়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব আরশাফ শামীম, শ্রম পরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।