সংবাদ শিরোনাম 
|
|
নওগাঁ, ১২ ডিসেম্বর ২০১৭ (বাসস): জেলার মহাদেবপুর উপজেলায় ১২৭টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নধীন মালাহার ও বিদ্যানগর গ্রামে এ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
সোমবার বিকেল ৫টায় এ বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন মহাদেবপুর-বদলগাছি এলাকার সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম।
এ অনুষ্ঠান থেকে মালাহার গ্রামে ৯১ টি ও বিদ্যানগর গ্রামে ৩৬টি পরিবারে সংযোগ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম ময়েন, মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান ধলু, হাতুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর আলী মন্ডল, খাজুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা রাজু ও পল্লী বিদ্যুতের ডিজি এম ফকরুল আলম।