সংবাদ শিরোনাম 
|
|
ঢাকা, ১৩ জানুয়ারি, ২০১৮ (বাসস): নাট্যব্যাক্তিত্ব ও নাট্য গবেষক অধ্যাপক সেলিম আল দীনের দশম তিরোধান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ‘সেলিম আল দীন স্মরণোৎসব’।
শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে ‘সেলিম আল দীন: আপন নাট্যভূমে প্রায় নিঃসঙ্গ’ সেমিনারের মধ্যেদিয়ে শুরু হয় এ স্মরণোৎসব।
ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।
আজকের সেমিনারে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফছার আহমেদ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নাট্যকার মাসুম রেজা।
আলোচনায় অংশ নেন স্মরণোৎসব কমিটির আহবায়ক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, গবেষক রহমান চৌধুরী, ইউসুফ হাসান অর্ক, সাধনা আহমেদ, মাসউদ ইমরান মান্নু, সোহেল হাসান গালিব, আবু সাঈদ ভুলু, আলতাফ শাহনেওয়াজ প্রমুখ।
সেমিনারে প্রাবন্ধিক বলেন, কিত্তনখোলা নাটক রচনার ভেতর দিয়ে সেলিম আল দীনের বাংলা নাটকের শেকড় সন্ধান শুরু হয়। এর মাধ্যমে তিনি আপন নাট্যভূমি রচনাও শুরু করেন। কিত্তনখোলা থেকে শুরু করে তা প্রবাহিত হয় ‘যৈবতী কন্যার মন অবধি’। শেকড় সন্ধানী এসব নাটকের মধ্যদিয়ে তিনি সংলাপের পাশাপাশি নিয়ে আসেন কথাসাহিত্যিকের বর্ণনাভিত্তিক ধারা। সেলিম বলেন, চেতন-অবচেতনের অনেক কিছুই সংলাপের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। এই অভাববোধ থেকেই তিনি বর্ণনামূলক নাট্যরীতির আশ্রয় নেন।
উৎসবে আরো আছে সেলিম আল দীনের নাটক প্রদশর্নী, তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও প্রয়াণ দিবস পালন।
আগামীকাল উৎসবের দ্বিতীয় দিন ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ঢাকা থিয়েটার প্রযোজিত ও সেলিম আল দীন রচিত নাটক ‘নিমজ্জন’ মঞ্চায়িত হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দন ইউসুফ।
সমাপনী দিন রোববার সেলিম আল দীনের দশম প্রয়াণ দিবসে উৎসব কমিটির পক্ষ থেকে সকাল দশটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সন্ধ্যা সাতটায় বাংলা একাডেমিতে সেলিম আল দীন রচিত নাটক ‘ধাবমান’ মঞ্চস্থ হবে। ঢাকা থিয়েটার প্রযোজিত এই নাটকের নির্দেশনায় রয়েছেন শিমূল ইউসুফ।