সংবাদ শিরোনাম 
|
|
লক্ষ্মীপুর, ২৭ ডিসেম্বর, ২০১৭ (বাসস) : সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আজ বুধবার অসহায় দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দুপুরে শহরের পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এসব উপকরণ বিতরণ করা হয়।
বেসরকারী এনজিও নোয়াখালী রুবাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, (এনআরডিএস) এর প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল, জেমসের নির্বাহী পরিচালক মো: আসাদুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন (এনআরডিএস) এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান টিপু, শাখা ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহিদ, ওয়ালি উল্যাহ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। সভায় বক্তারা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের এগিয়ে আসার আহবান জানান।