বাসস দেশ-৩৯ : জাতির পিতার বাল্যকালের স্মৃতি বিজড়িত খেলার মাঠ সংরক্ষণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

521

বাসস দেশ-৩৯
রাসেল-জাতির পিতা
জাতির পিতার বাল্যকালের স্মৃতি বিজড়িত খেলার মাঠ সংরক্ষণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৮ মার্চ, ২০১৯ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকালের স্মৃতি বিজড়িত খেলার মাঠকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। এতে করে নতুন প্রজন্ম জাতির পিতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।
প্রতিমন্ত্রী আজ জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পরিদর্শনকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব। তিনি নিজেও ভাল ফুটবল খেলতেন। স্বাধীনতার পরে তিনি দেশের খেলার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন।
প্রতিমন্ত্রী সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারত ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি শেখ ফজলুল হক মনি ও শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামসহ বেশ কয়েকটি স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম উপস্থিত ছিলেন।
বাসস/তবি/কেসি/মোজা/২১৩৫/-জেজেড