বাসস দেশ-৩৯ : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকেট

311

বাসস দেশ-৩৯
জব্বার-বঙ্গবন্ধু-উন্মোচন
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকেট
ঢাকা, ২৭ মার্চ, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
এছাড়া একটি বিশেষ সিলমোহরযুক্ত ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এগুলো অবমুক্ত করেন।
একই বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বর্তমান এই ডাকটিকেট, খাম ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে বিক্রি হচ্ছে। পরবর্তীতে এগুলো অন্যান্য জিপিও, প্রধান ডাকঘর ও অন্যান্য ডাকঘরে পাওয়া যাবে।
বাসস/এমএকে/অনুবাদ-এমএসআই/২০১৫/মহ/এইচএন