বাসস দেশ-৪৩ : গণযোগাযোগ অধিদপ্তরে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

578

বাসস দেশ-৪৩
গণহত্যা-আলোচনা
গণযোগাযোগ অধিদপ্তরে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৫ মার্চ, ২০১৯ (বাসস) : গণহত্যা দিবস উপলক্ষে আজ গণযোগাযোগ অধিদপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পরিচালক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা সভায় অংশগ্রহণ করেন।
মো. জাকির হোসেন বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষাকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী মানব সভ্যতার ইতিহাসে এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু এ গণহত্যা বাঙালি জনগণকে দাবিয়ে রাখতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বাংলার সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর কাক্সিক্ষত বিজয় অর্জিত হয়। তিনি ২৫ মার্চের গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে বলে আশা প্রকাশ করেন।
বাসস/তবি/এমএআর/২১০০/এএএ